
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনও আলোচনা নয়। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে এত প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ছাড়ার কোনও আলোচনায় আসছেন না।’
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত, তেমনি যুদ্ধাপরাধী ও তেতুল হুজুরদের নিয়ে বিতর্কের অবসান হওয়া দরকার।’
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।