স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, একজন সাংবাদিকের দক্ষতা নির্ভর করে তার ফিচার লেখার উপরে। কারন ফিচারে নানা রকম ঘটনা তুলে আনা যায় এবং ভাষা ব্যবহার করা যায়। বিশ্লেষনী ক্ষমতা বৃদ্ধি পায়।
শেরপুর জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে বুধবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পিআইবি আয়োজিত ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরন কালে তিনি এসব কথা বলেন।
এসময় পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহম্মেদ, পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে শেরপুরের শ্রীবরদী, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৩৫জন সাংবাদিক অংশ নেন। এতে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভক্সপপ: জাফর ওয়াজেদ, মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।