20.4 C
Sherpur
শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

শ্রীবরদীতে বাস চাঁপায় বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ বিভাগশ্রীবরদীতে বাস চাঁপায় বৃদ্ধার মৃত্যু
- Advertisement -
- Advertisement -

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে বাস চাঁপায় অজুফুল (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার তাতিহাটি নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজুফুল দক্ষিণ পোড়াগড় এলাকার মৃত আহাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধা অফুজুল নয়াপাড়া মোড়ের সামনে রাস্তা পারাপারের সময় শ্রীবরদী থেকে নেহাল ক্লাসিকের (ঢাকা মেট্রো-ব-১৪-৯২০২) নামে একটি বাস ভায়াডাঙ্গা যাওয়ার পথে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় বৃদ্ধা অজুফুল। পরে বাসটি রেখে চালক পালিয়ে যায়। নিহতের মেয়ে জোসনা বেগম ওরফে বুচি জানান, ‘আমার মায়ের লাশ ময়নাতদন্ত ছাড়াই আমরা দাফন করতে চাই। এজন্য পুলিশ স্যারদের বলেছি। আমার মায়ের হয়তো এইভাবেই মরণ ছিল। আমি আর কিছু বলতে পারবো না।

’ শ্রীবরদী থানার এসআই নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ