মুহাম্মদ আবু হেলাল: শেরপুরের শ্রীবরদীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়ীকতা ও আইন শৃঙ্খলা সংক্রান্তে সুধীজনের সাথে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর রবিবার দুপুরে শ্রীবরদী থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, বীর প্রতীক জহুরুল হক মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, হামিদুর রহমান, শেরপুর জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, রাণীশিমুল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি এম এ মোনায়েম, সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ প্রমূখ। মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।