শফিউল আলম লাভলু: ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণে প্রাণ ফেরাতে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে ও পৌর মেয়রের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উদ্বোধনী খেলায় বাজারদী একাদশ (৫নং ওয়ার্ড) ও চরকৈয়া-মমিনাকান্দা একাদশ (৭নং ওয়ার্ড) অংশগ্রহণ করে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।
পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন। মুঠোফোনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক কৃষিমন্ত্রী স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরী।