মুহাম্মদ আবু হেলাল: শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসুচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে উপজেলা যুবলীগ। ১৭মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ের সন্মুখে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলেনর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম এর উপস্থাপনায় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩, ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের সংসদ সদস্য আলহাজ এ,কে,এম ফজলুল হক।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা কৃষক লীগের সভাপতি শাহজাহান সাজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা মুক্তিযুদ্ধা প্রজন্মলীগের সভাপতি শাহজাহান, উপজেলক যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রুকন,মালিঝিকান্দা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি শিখা রানী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কাটার মধ্যে দিয়ে শুভ জন্মদিনের সমাপ্তি ঘোষনা করেন।