স্টাফ রিপোর্টার: শেরপুরে একতা স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের নারায়নপুরস্থ প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে প্রতিষ্ঠানটির হলরুমে শামীম আরা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শেরপুর জেলা শাখা
স্বাচিপের সভাপতি এ.টি.এম মামুন জোস, লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ দিদারুল ইসলাম দিদার প্রমূখ।