32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

আড়াই কোটি টাকার আইসসহ যুবক আটক

প্রধান প্রধান খবরআড়াই কোটি টাকার আইসসহ যুবক আটক
- Advertisement -
- Advertisement -

ঢাকার কেরানীগঞ্জ থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ভয়ঙ্কর মাদক ‘আইস’সহ মনির হোসেন ওরফে সৌরভ (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (১৭ এপ্রিল) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মো.ফজলুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল শনিবার রাতে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানস্থলে কয়েকজন মাদক ব্যবসায়ী আইস বিক্রির জন্য অবস্থান করছিল। পরে র‍্যাব-২ এর উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় একটি ব্যাগসহ সৌরভকে আটক করা হয়। পরে সেই ব্যাগ থেকে ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়। জব্দ হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সৌরভ জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে আইস এনে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো সে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ