শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার
কৃষি হল রুমে বিনামূল্যে রাসায়নিক সার, আউশ বীজ ও ভূর্তকী
কৃষি যন্ত্র বিতরণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে । কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর ঝিনাইগাতীর বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ফারুক
আল মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম ।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর,
অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, সদর ইউপি
চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ । এ সময় উপজেলার ৫টি
ইউনিয়নের ৫৫০জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে ৫ কেজি
আউশ বীজ,২০কেজি ডি,এ,পি সার ও ১০ কেজি পটাশ কৃষি
প্রণোদনা হিসাবে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । পরে
কৃষি অফিসের সামনে সমন্বিত ব্যব¯’াপনার মাধ্যমে কৃষি
যান্তিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় (ভূর্তুকী) কার্যক্রমের
আওতায় কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয় । ৩৪ লাখ ৫০হাজার টাকার
মূল্যের ধানকাটা,মাড়াই মেশিন ১৫ লাখ ৫০ হাজার টাকা সরকারের
ভূর্তুকী দিয়ে উপজেলার বনগাও খাঁ পাড়া গ্রামের কৃষক মোখলেছুর
রহমানকে কৃষিযন্ত্রের চাবি হস্তান্তর করে শুভ উদ্বোধন করেন অতিথিরা ।
ঝিনাইগাতীতে রাসায়নিক সার বীজ ও কৃষি যন্ত্র বিতরণের কাজ শুভ উদ্বোধন
- Advertisement -
- Advertisement -
- Advertisement -