32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

ঝিনাইগাতীতে রাসায়নিক সার বীজ ও কৃষি যন্ত্র বিতরণের কাজ শুভ উদ্বোধন

ঝিনাইগাতিঝিনাইগাতীতে রাসায়নিক সার বীজ ও কৃষি যন্ত্র বিতরণের কাজ শুভ উদ্বোধন
- Advertisement -
- Advertisement -

শেরপুর জেলার
ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার
কৃষি হল রুমে বিনামূল্যে রাসায়নিক সার, আউশ বীজ ও ভূর্তকী
কৃষি যন্ত্র বিতরণের কাজ শুভ উদ্বোধন করা হয়েছে । কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর ঝিনাইগাতীর বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ফারুক
আল মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম ।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর,
অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, সদর ইউপি
চেয়ারম্যান শাহাদাৎ হোসেন প্রমুখ । এ সময় উপজেলার ৫টি
ইউনিয়নের ৫৫০জন কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে ৫ কেজি
আউশ বীজ,২০কেজি ডি,এ,পি সার ও ১০ কেজি পটাশ কৃষি
প্রণোদনা হিসাবে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে । পরে
কৃষি অফিসের সামনে সমন্বিত ব্যব¯’াপনার মাধ্যমে কৃষি
যান্তিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় (ভূর্তুকী) কার্যক্রমের
আওতায় কৃষি যন্ত্র বিতরণ উদ্বোধন করা হয় । ৩৪ লাখ ৫০হাজার টাকার
মূল্যের ধানকাটা,মাড়াই মেশিন ১৫ লাখ ৫০ হাজার টাকা সরকারের
ভূর্তুকী দিয়ে উপজেলার বনগাও খাঁ পাড়া গ্রামের কৃষক মোখলেছুর
রহমানকে কৃষিযন্ত্রের চাবি হস্তান্তর করে শুভ উদ্বোধন করেন অতিথিরা ।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ