32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

সাভারে দুই পায়ের রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

প্রধান প্রধান খবরসাভারে দুই পায়ের রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার
- Advertisement -
- Advertisement -

ঢাকার সাভারে একটি খেলার মাঠ থেকে পায়ের রগ কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাতদন্তে ও আলামত সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার একটি খেলার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের পরনে লাল টি শার্ট ও হাফ প্যান্ট ছিল। তার পাশ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। পরিচয়পত্র থেকে পুলিশ ধারনা করছে তার নাম আবু হায়াত (৩২) পিতা আজিজুর রহমান, জেলা জয়পুরহাট।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি খেলার মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে দুই পায়ের রগ কেটে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে ক্রিকেট খেলার দুটি স্টাম্প জব্দ করা হয়েছে। ওই স্ট্যাম্প দিয়ে তাকে পিটানো হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, লাশের পাশে একটি পরিচয় পত্র পাওয়া গেছে তা দেখে মনে হচ্ছে মৃত ব্যক্তির নাম আবু হায়াত। তবে প্রাথমিক ধারণা, রাতে কোন এক সময় অন্য কোন জায়গা থেকে তাকে ধরে এনে ওই খেলার মাঠে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে তদন্তে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা পিবিআই এর একটি দল। আলামত সংগ্রহের জন্য এসেছে সিআইডির ক্রাইসসিন ইউনিট।
ঢাকা জেলা পিবিআই এর উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান বলেন, লাশের পরিচয় সনাক্ত ও ঘটনার তদন্তের জন্য আমাদের একটি টিম কাজ করছে। বিস্তারিত তদন্তের পরে জানানো হবে।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ