32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

শেরপুরের নকলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

নকলাশেরপুরের নকলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
- Advertisement -
 এ ঘটনায় আহত হয়েছেন চালক। ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -

নিহতরা হচ্ছেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার টিকরাকান্দি গ্রামের মৃত উমেদ আলীর ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গরু বিক্রি শেষে নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা দেন হারেজ আলী ও শামছুল হক। পথিমধ্যে সে ভটভটি নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালকসহ দুই সহোদর ভাই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে ময়মনসিংহ মেডিকেলে পৌছার আগে পথিমধ্যেই মারা যান সহোদর দুই ভাই। এ ঘটনায় আশঙ্কজনিত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন ভটভটি চালক।

সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত
করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ