32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ কাওসার নিহত

প্রধান প্রধান খবরমানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার’ কাওসার নিহত
- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।

বুধবার (২০ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন।
তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ৮-১০ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থলে গেলে দুই পক্ষের গুলি বিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে একজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ