- Advertisement -
- Advertisement -
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, তমরদ্দি-ওছখালী সড়কে দিয়ে পাওয়ার টিলারটি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে চালক ও শ্রমিক-সহ তিনজন চাপা পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যিরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালক-সহ তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -