- Advertisement -
- Advertisement -
নাটোরের সিংড়ায় একটি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্র্যাব -৫।
শনিবার ভোরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, কুমিল্লা জেলার মুরাদনগর থানার গোকুলনগর গ্রামের আবুল খায়েরের ছেলে জিলানী আহমেদ ও ভাংগড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে আনিছ মিয়া।
র্যাব ৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজারে অভিযান চালানো হয়। বগুড়া হতে নাটোরমুখি একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে ট্রাকে থাকা প্লাস্টিকের ক্যারেটের মধ্যে টেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি শুকনো গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যাবসায়ীকে ট্রাক সহ আটক করা হয়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে।
- Advertisement -