32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

মকবুলের জন্যে মঙ্গলবার বিক্ষোভ করবে বিএনপি

প্রধান প্রধান খবরমকবুলের জন্যে মঙ্গলবার বিক্ষোভ করবে বিএনপি
- Advertisement -
- Advertisement -

ঢাকায় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘাতের মামলায় দলীয় নেতা মকবুল হোসেনের মুক্তি ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করবে বিএনপি।

আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপরসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ঢাকা-সহ সব মহানগরে বিক্ষোভ হবে।
গতকাল শুক্রবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ কর্মসূচি নেয়া হয় বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, তাদের বৈঠকে নিউ মার্কেট এলাকায় সহিংসতার ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি মকবুল হোসেনকে মুক্তি দিয়ে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছে।
নিউ মার্কেটে যে দুই দোকানের কর্মীদের বচসা থেকে সংঘর্ষের সূত্রপাত, সে দুটির মালিক নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল।
ওই ঘটনায় পুলিশর করা মামলায় আসামি মকবুলকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। মকবুল নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছে, তার উসকানি ছিল।
মির্জা ফখরুল বলেন, হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এহেন মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ