32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

উত্তরবঙ্গে নির্বিঘ্নে ঈদ যাত্রায় সোমবার খুলছে নলকা সেতু

প্রধান প্রধান খবরউত্তরবঙ্গে নির্বিঘ্নে ঈদ যাত্রায় সোমবার খুলছে নলকা সেতু
- Advertisement -
- Advertisement -

ঘনিয়ে পবিত্র ঈদুল ফিতর; সেই সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এ মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার যানবাহন চলাচল করে। এ মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার খুলে দেওয়া হবে নবনির্মিত নলকা সেতুর এক লেন।

রোববার মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়ক বিভাগের পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সৃষ্ট খানাখন্দ সংস্কার, কড্ডা-পাঁচলিয়া-সহ বেশ কয়েকটি পয়েন্টে অস্থায়ীভাবে রাস্তা প্রশস্থকরণ করা হচ্ছে।
আগামীকাল সোমবার ফুলজোড় নদীর ওপর নির্মিত নলকা সেতুর ঢাকা-উত্তরবঙ্গগামী লেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৪৫০ জন পুলিশ সদস্য তিন ভাগে ভাগ হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। যানবাহনের যে চাপ রয়েছে, লেন মেনে গাড়ি চললে যানজট সৃষ্টির আশঙ্কা নেই।
এদিকে যানজট নিরসনে সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার চলাচলকারী যানবাহনের জন্য বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়ক ব্যবহারের বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রতিবছরেই ঈদ মৌসুমে এ মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে ২০ থেকে ২১ হাজার যানবাহন চলাচল করে। আর ঈদ আসলেই প্রতিদিন ৩২ থেকে ৩৫ হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়কে।
নলকা সেতুর প্রকল্প ব্যবস্থাপক এখলাস উদ্দিন জানান, ঈদে মহাসড়কে যানজট নিরসনে কাজ করা হচ্ছে। আশা করি এবার যানজট হবে না। যানজট নিরসনে আগামীকাল নলকা সেতু ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখী লেন চালু করা হবে। এ জন্য দ্রুতগতিতে কাজ চলমান রয়েছে।
সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর এডমিন সালেকুজ্জামান সালেক বলেন, যানজট নিরসনে ট্রাফিক বিভাগ দিনরাত কাজ করে যাচ্ছে। আগামীকাল নলকা সেতু খুলে দেওয়া হবে। এতে যান হওয়ার সম্ভবনা নেই।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের অবস্থা ভালো। মহাসড়কে দুর্ঘটনা ঘটলে সড়কে সমস্যা তৈরি হয়। ঈদে সেতুর টোলপ্লাজার ১৯টি লেন চালু থাকবে। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ২১ হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন সেতু দিয়ে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার যানবাহন চলাচল করে।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ