- Advertisement -
- Advertisement -
চট্টগ্রামের লালদীঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের চকরিয়ার তারিকুল ইসলাম তারেক ওরফে জীবন বলী। জীবন তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় লালদীঘির মূল সড়কে স্থাপিত অস্থায়ী মঞ্চে কুমিল্লার শাহজাহান বলীকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন জীবন বলী। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে খেলার রেফারি আবদুল মালেক জীবনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
শেষ পর্যন্ত প্রতিশোধ পূর্ণ করলেন জীবন বলী। ১১০তম আসরে বলীখেলা প্রতিযোগিতায় সবশেষ আসরে ফাইনালে শাহজাহান বলীর কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল জীবন বলীর। এবার শাহজানকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করলেন জীবন বলী।
শাহজালালাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি জীবন। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে।
বিকেল তিনটায় লালদীঘি মাঠের পাশে অস্থায়ী মঞ্চে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৩তম আসরের আয়োজন শুরু হয়। এবারও লালদীঘির মাঠের পাশে বিশেষভাবে বালি দিয়ে তৈরি করা হয় বলী খেলার গ্রাউন্ড (টার্ফ)।
প্রথম সেমিফাইনালে মোকাবিলা করেন তরিকুল ইসলাম জীবন ও মমিন। এতে জীবন জয় পেয়ে ফাইনালে ওঠেন। দ্বিতীয় সেমিফাইনালে সৃজন চাকমা ও শাহাজালাল বলী মোকাবেলা করেন। এতে জয় পেয়ে শাহাজালাল বলী ফাইনালে ওঠেন।
বলীখেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চারজন। এবারের চ্যাম্পিয়ন বলীকে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানারআপ বলীকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।
বলীখেলা ঘিরে প্রতিবছরের মতো এবারও তিনদিনব্যাপী লালদীঘি মাঠে বৈশাখী মেলা বসেছে। ২৪ এপ্রিল শুরু হওয়া মেলা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
- Advertisement -