- Advertisement -
- Advertisement -
আগে নিবন্ধন করা থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সোমবার (২৫ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ বছরের বেশি তারা এবার হজে যেতে পারবেন না।
বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
করোনা পরিস্থিতির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারিনি। তবে এবার সংক্রমণ কমে যাওয়ায় হজের সুযোগ তৈরি হচ্ছে।
- Advertisement -