32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

ডোরাকাটা দাগ টানলেও গাধা গাধাই থাকে : ইমরান

আন্তর্জাতিকডোরাকাটা দাগ টানলেও গাধা গাধাই থাকে : ইমরান
- Advertisement -
- Advertisement -

পাকিস্তানে পডকাস্টের ছোট একটি অংশ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ওই পডকাস্টে পাকিস্তান তেহেরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলতে শোনা যায়, ‘গাধা গাধাই থাকে’।

এক দিন আগে একটি পডকাস্টে কথা বলেন ইমরান। সেখানে রাজনৈতিক ইস্যু ছাড়াও তিনি ভক্ত ও দলের কর্মীদের সঙ্গে যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন স্মৃতি শেয়ার করেন। শনিবার এ খবর দিয়েছে জিওটিভি।
ইমরান খান বলেন, ‘আমাকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। কিন্তু, আমি কখনও দেশটিকে নিজের বাড়ি মনে করিনি। আমি সব সময় সবার আগে পাকিস্তানি ছিলাম।’
ইমরান আরও বলেন, ‘সেখানে আমার যা ইচ্ছা, তা করতে পারি, কিন্তু ইংরেজ তো হতে আর পারব না। গায়ে ডোরাকাটা দাগ টানলেই কোনো গাধা জেব্রা হয়ে যায় না। গাধা গাধাই রয়ে যায়।’
এদিকে, তাঁর এ মন্তব্যের পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ৩৬৩ হাজার বার ওই ভিডিওটি দেখা হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের নেটিজেনরা পক্ষে-বিপক্ষে সেটিতে নানা প্রতিক্রিয়া জানান
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ