- Advertisement -
- Advertisement -
মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের তাতালপুরে শাহীন (১৭) নামে এক
মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার শেরপুরের শহরের তাতালপুর
এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহীন নিজে মোটরসাইকেলটি
চালাচ্ছিলেন।
নিহত শাহীন শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের জনৈক ফারুক
হোসেনে ছেলে। সে তাতালপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাতালপুর সড়কে দ্রুত মোটরসাইকেল
চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে শাহীনের মোটরসাইকেলটি রাস্তার পাশের্^
উল্টে যায়। ঘটনাস্থলেই শাহীন নিহত হন। তার সাথে থাকা আহত অপরজনকে
শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ শাহীনের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
- Advertisement -