- Advertisement -
- Advertisement -
ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ১শ’৯৭ টি সরকারি আশ্রয়কেন্দ্র। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধে চলছে সংস্কার কাজ। এদিকে, সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান, সোমবার দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। জেলার সরকারি ১৯৭টি আশ্রয়কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে। এছাড়া ৭শ’ ৪০টি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ অন্যান্য প্রতিষ্ঠান দূর্যোগ কালিন সময়ে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে সাড়ে তিন লাখ লোক আশ্রয় নিতে পারবেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া দূর্যোগকালিন সময়ে লোকদের কে সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় তিনহাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, অশনীর অগ্রভাগের মেঘ মালার কারণে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনা বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮শ’ কি.মি. বেড়ি বাঁধ রয়েছে। এরমধ্যে ৪৪টি পয়েন্টের বেড়ি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে ওই সকল স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
- Advertisement -