- Advertisement -
- Advertisement -
সাকিব আল হাসান খেলবেন নাকি খেলবেন না তা নিয়ে জমে উঠেছিল চরম নাটকীয়তা। অবশেষে গতকাল বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ জানালেন তিনি আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে থাকছেন।
৭ ব্যাটসম্যানের মধ্যে বাড়তি পাওয়া সাকিবের বোলিং। তবে তিনি ফিট হলেও বাঁহাতি স্পেসালিস্ট স্পিনার তাইজুল ইসলাম থাকছেন একাদশে। রাখা হতে পারে অফ স্পিনার নাঈম হাসানকেও। প্রায় এক বছর পর তার একাদশে ফেরার সুযোগ। তবে সাকিব ফিরে আসায় তাকে নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টের।
মুমিনুল বলেন, ‘ও (নাঈম) খেলবে কি না কাল বোঝা যাবে। যদি খেলেও ওর ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ্?। আমরা কাল (আজ) আরও একবার উইকেট দেখেই সিদ্ধান্ত নেবো।’
- Advertisement -