শেরপুরে বেড়াতে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

0
909

বার্তা ডেস্কঃ শেরপুরে বড়বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। সোমবার সন্ধ্যায় জেলা সদরের লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণে অভিযুক্ত ১ জনকে গ্রেপ্তার করেছে।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া মামলার বরাতে জানিয়েছেন, শেরপুর পৌরসভার চকপাঠক এলাকার বড়বোনের বাসায় গাজিপুর থেকে বেড়াতে আসে ১৮ বছর বয়স্কা ছোটবোন। মঙ্গলবার বিকালে সে বড়বোনের সাথে চিকিৎসার জন্য লছমনপুরের জনৈক হাবিবুল্লাহ কবিরাজ নামে একজনের কাছে যাবার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথে একটি লেবু বাগানের ভেতর যাবার সময় সন্ধ্যা হয়ে এলে লছমনপুর গ্রামের মাছ বিক্রেতা হাফিজুর রহমান মন্টু এবং হাতি আগলা গ্রামের আলম মিয়া তাদের পথরোধ করে। তারা বড়বোনকে মারধর করে ছোটবোনকে তুলে নিয়ে ঝোপের মধ্যে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বড়বোনের চিৎকারে আশেপাশের লোকজন এসে ছোটবোনকে উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, রাতেই বড়বোন বাদি হয়ে মামলা করলে মন্টু নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে ধরতে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here