দূষণকারী জ্বালানি সরবরাহ দেয়ার জন্য বিশ্বব্যাপী সমালোচনার পর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় দুটি কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রে অর্থায়ন করবে না জাপান। বুধবার জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, এ দুটি বিদ্যুৎকেন্দ্রে তারা আর ঋণ দেবে না।
জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি হিকারিকো উনো সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও বাংলাদেশের সঙ্গে পরামর্শের প্রেক্ষাপটে মাতারবাড়ি প্রকল্পে আমরা আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ অবস্থায় বাংলাদেশ সরকারও মাতারবাড়ি কয়লাভিত্তিক দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করেছে বলে মিডিয়াকে বুধবার জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, এটা পুরনো খবর। আমরা এরই মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে এসেছি। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাস্তবায়ন পরিকল্পনা বাতিল করেছি।