24.6 C
Sherpur
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

তীব্র সমালোচনার পর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কয়লাভিত্তিক ২ বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না জাপান

আন্তর্জাতিকতীব্র সমালোচনার পর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কয়লাভিত্তিক ২ বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন করবে না জাপান
- Advertisement -
- Advertisement -

দূষণকারী জ্বালানি সরবরাহ দেয়ার জন্য বিশ্বব্যাপী সমালোচনার পর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় দুটি কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রে অর্থায়ন করবে না জাপান। বুধবার জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেয়, এ দুটি বিদ্যুৎকেন্দ্রে তারা আর ঋণ দেবে না।

জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি হিকারিকো উনো সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও বাংলাদেশের সঙ্গে পরামর্শের প্রেক্ষাপটে মাতারবাড়ি প্রকল্পে আমরা আর অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ অবস্থায় বাংলাদেশ সরকারও মাতারবাড়ি কয়লাভিত্তিক দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিল করেছে বলে মিডিয়াকে বুধবার জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেছেন, এটা পুরনো খবর। আমরা এরই মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে এসেছি। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাস্তবায়ন পরিকল্পনা বাতিল করেছি।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ