শেরপুরের শ্রীবরদীর কর্ণঝোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুরে ঘটা এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ২০টির মত দোকান । পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। ধারনা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বাজারের এক লেপতোশকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। লেপতোশকের দোকানটি বন্ধ থাকায় দোকানে প্রবেশ করা যায়নি বিধায় দ্রুতই আগুন চারদিকের দোকানে ছড়িয়ে পরে এবং আগুনে পুড়ে ভস্মীভূত হয় ২০টি দোকান।
শ্রীবরদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আরিফুর রহমান জানান , দ্রুতই ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ২০টি দোকান ভস্মীভুত হয়েছে । ধারনা করা যায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে ।