20.4 C
Sherpur
শনিবার, ডিসেম্বর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

সোমেশ্বরি নদীতে কৃষক নিখোঁজ

ময়মনসিংহ বিভাগসোমেশ্বরি নদীতে কৃষক নিখোঁজ
- Advertisement -
- Advertisement -

স্টাফ রিপোর্টার: সোমেশ্বরি নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হয়েছে জহির উদ্দিন ওরফে জহর (৭৩) নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটে শেরপুরের শ্রীবরদীর খারামোরা সোমেশ্বরি নদীতে রোববার রাত সাড়ে ৮টার দিকে। সোমবার সকাল থেকে সন্ধান করছে নিখোঁজের পরিবার। আজ সোমবার দুপুর পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবারের লোকেরা। এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ জহরের ছোট ভাই মোহসিন আলী।

জানা যায়, খারামোরা গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে জহির উদ্দিন জহর। রোববার বাড়ি থেকে নদী পাড় হয়ে ধান ক্ষেতে যায়। কিন্তু আর ফিরে আসেনি। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে খোঁজতে গেলে ধান ক্ষেতে না পেয়ে নদীতে খোঁজতে থাকে। নিখোঁজের ভাই মোহসিন আলী জানান, রোববার সন্ধ্যায় সোমেশ্বরি নদীর ওপাড়ে ধান ক্ষেত পাহারা দিতে যায় জহির উদ্দীন। রাতে তার পরিবারের লোকজন খাবার দিয়ে চলে আসে। পরে সোমবার সকালে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে। তাদের ধারনা, নদী পাড় হয়ে বাড়ী ফেরার সময় পাহাড়ি ঢলের স্রোতে হয়তো ভেসে গেছে। এ সময় নদীতে তার গামছা ও খাবারের থালা-বাটি পড়ে থাকতে দেখে। নদীতে গামছা, থালা-বাটি পাওয়া গেছে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, কৃষক নিখোঁজের খবর পেয়েছি। ওই এলাকায় মাইকিং করা হচ্ছে।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ