32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

মাত্র ৪শ টাকা নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত-১৫

প্রধান প্রধান খবরমাত্র ৪শ টাকা নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত-১৫
- Advertisement -
- Advertisement -

চারশত টাকা। তাও আবার চার বছর আগের পাওনা। এ নিয়েই সংঘর্ষ। এতে নারী- পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় ব্রাক্ষনবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরন মিয়া (১৯), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০), পাভিয়া (৩০), ময়না বেগম (৩৫), শাহীন মিয়া (৩০)। এরমধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে গত চার বছর আগে ৪০০ টাকা হাওলাত দেয় একই এলাকার মনসুর। রোববার রাতে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চা স্টলে সুমনকে পেয়ে সে টাকা দাবি করে। সুমন টাকা দিতে অস্বীকার করে। এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মনসুরকে মারধোর শুরু করে সুমন। তাৎক্ষণিক বাজারে স্থানীয়রা ঘটনা মিমাংসা করে দেন। কিছুক্ষণ পরই সুমনের বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে মনসুরের বাড়িতে হামলা করে।
এতে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ