32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

হাসপাতাল ছাড়লেন পেলে

খেলাধুলাহাসপাতাল ছাড়লেন পেলে
- Advertisement -
- Advertisement -

কোলন ক্যান্সারের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবল তারকা পেলে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন তিনি।

চিকিৎসার জন্য গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘সর্বকালের সেরা’ এই ফুটবল তারকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসাপাতাল জানায়, ‘৮১ বছর বয়সি এই সাবেক ফুটবলারের শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল রয়েছে।’
সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত কিংবদন্তি ফুটবলার পেলেই একমাত্র ফুটবল তারকা, যিনি বিশ্বকাপের তিনটি শিরোপা (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয় করেছেন।
পরিবারের মতে ব্রাজিলে ‘ও’রিও এবং ‘দ্যা কিং’ নামে পরিচিতি ৮১ বছর বয়সি এই মহাতারকাকে কোলন টিউমারের কেমোথেরাপি নিতে মাসে অন্তত একবার হাসাপাতালে যেতে হয়।
কোলনের ক্যান্সার শনাক্তের আগে গত বছর প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। কিডনির পাথর অপসারণের জন্য ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সান্তোষ ও ব্রাজিলীয় জাতীয় দলের এই সাবেক ফুটবলার। পরে সেখান থেকে সাও পাওলোতে স্থানান্তর করা হয় তাকে।
২০১৪ সালে মূত্রনালির সংক্রমণের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছিল পেলেকে। ওই সময় বাঁ পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৭০ এর দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল।
তার নিতম্বেও সমস্যা রয়েছে। যে কারণে চলাফেরা কমিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে হুইল চেয়ার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ