32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ৫৪টি পরিবার

অন্যান্যমুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ৫৪টি পরিবার
- Advertisement -
- Advertisement -

ক্ষুদ্র, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য সারা দেশের ন্যায় আগামী ২৬ এপ্রিল মুন্সীগঞ্জে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ৫৪টি ঘর দেওয়া হবে। রোববার দুপুর ১২ টার দিকে সার্কিট হাউসে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী ২৬ এপ্রিল গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে এই উপহার তুলে দেবেন।
আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে তৃতীয় পর্যায়ে মুন্সীগঞ্জে ৫৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগমি ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে এ ঘর। যার প্রত্যেকটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। এর আগে প্রথম পর্যায় মাত্র ৫০৮টি ও দ্বিতীয় পর্যায় ৩৩১ ঘর দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হাসানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন পরিচালিত হয়। তিনি দুই শতাংশ জমির উপর দ্বিকক্ষ বিশিষ্ট প্রধানমন্ত্রীর ঈদ উপহার লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাস ও অতিরিক্ত জেলা (সার্বিক) আব্দুল কাদির মিয়া।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ