ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ আগে থেকেই জানিয়ে রেখেছিল যে, তুরস্ক থেকে ইসরাইলি কিছু নাগরিককে অপহরণ করা হতে পারে। সেই মোতাবেক কাজ করে ইরানের পাঠানো একটি বিশেষ দলকে গ্রেপ্তার করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের গোয়েন্দা বাহিনী এক ঘোষণায় জানিয়েছে, তারা সফলভাবে ইরানের একটি অভিযান রুখে দিয়েছে। ইসরাইলের সাবেক এক কূটনীতিক এবং তার পরিবারকে অপহরণের চেষ্টা করেছিল ইরান। তুরস্কের ইস্তাম্বুলে ঘুরতে গিয়েছিলেন তারা।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ওই সাবেক কূটনীতিক ছাড়াও আরও বেশ কয়েকজন ইসরাইলিকে অপহরণ করার পরিকল্পনা করেছিল ইরান। পরিকল্পনা অনুযায়ী ইরানি এজেন্টরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করে তুরস্ক। তুরস্কের গোয়েন্দারা জানিয়েছেন, তারা মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে আছেন একজন প্রশিক্ষিত বন্দুকধারী। আর এই অভিযানে তাদের সাহায্য করেছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
অভিযান শেষে ওই ইসরাইলিদের বিশেষ বিমানে করে ফিরিয়ে নিয়ে যায় ইসরাইল।