- Advertisement -
- Advertisement -
বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক ভারত ডিসেম্বরে রাশিয়া থেকে দৈনিক ১২ লাখ ব্যারেল আমদানি করেছে। গত নভেম্বরের চেয়ে যা ২৯ শতাংশের বেশি বেড়েছে। মাস খানেক আগে ইরাক ও সৌদি আরবকে হটিয়ে ভারতের বৃহত্তম জ্বালানি তেলের উৎস রাশিয়া।
ভর্টেক্সার শীর্ষ এশিয়া বিষয়ক বিশ্লেষক সেরেনা হুয়াং জানান, ডিসকাউন্ট মূল্যে অপরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের সুযোগ লুফে নিয়েছে ভারতীয় রিফাইনাররা। এতে গত মাসে রুশ অপরিশোধিত জ্বালানি তেলের শীর্ষ ক্রেতা হিসেবে চীনকে হটিয়ে শীর্ষে উঠে আসে ভারত।
- Advertisement -