স্টাফ রিপোর্টার: শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । ১মে শনিবার দুপুরে শেরপুর জামিয়া সিদ্দীকিয়া তেরা বাজার মাদ্রাসার ৫০ জন এতিম ও দুঃস্থদের মাঝে ঔ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় ঔ খাদ্য সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুল রউফ এর সভাপতিত্বে ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের সঞ্চালনায় এসময় বিষেশ অতিথি ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, আলহাজ্ব মাজেদুল হক মিনু, তেরা বাজার মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।