স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ২ কেজি গাঁজাসহ মো. রেজাউল করিম রেজা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) রাতে উপজেলার তেঘড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজা ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি পশ্চিমপাড়া এলাকার মৃত. আমছর আলীর পুত্র।
পুলিশ জানায়, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি পশ্চিমপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালায়। ওই গ্রামের জনৈক আব্দুস সাত্তারের বসত ঘরের উত্তরপাশে শেরপুর-ময়মনসিংহ গামী হাইওয়ে পাঁকা মাদকদ্রব্য বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় রেজাউল করিম রেজাকে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সজীব মিয়া (২৫) নামের অপর একজন পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সোমবার রাতে থানা পুলিশ মাদকের অভিযানে রেজাউল করিম রেজাকে একজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। অপর একজন পালিয়ে যায়। এব্যাপারে থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)সারণির ১৯(ক)/৪০ ধারায় মামলা রুজু হয়েছে।