24.6 C
Sherpur
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন কলম্বিয়ান সাবেক অধিনায়ক রিংকন

ক্রীড়াসড়ক দুর্ঘটনায় মারা গেলেন কলম্বিয়ান সাবেক অধিনায়ক রিংকন
- Advertisement -
- Advertisement -

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫৫ বছর বয়সে মারা গেলেন কলম্বিয়ার মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক ফ্রেডি রিংকন।

এই সপ্তাহের শুরুতে ক্যালি শহরে একটি বাসের সাথে ধাক্কা লাগে রিংকনের গাড়ির। চালকের আসনে ছিলেন রিংকন নিজেই। মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ইমবানাকো ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারও করেন রিংকনের। কিন্তু সব চেষ্টা বৃথা গেল।
ক্লিনিকের মেডিকেল ডিরেক্টর লরেনো কুইন্তেরো বলেন, ‘আমাদের টিমের সব প্রচেষ্টা সত্ত্বেও মারা গেলেন রিংকন।’
ক্লাব ক্যারিয়ারটা অতো সাফল্যে মোড়া ছিল না তার। তবে দেশের হয়ে তিনি করেছিলেন ১৮ গোল। খেলেছেন তিনটি বিশ্বকাপে। দেশটির সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডও সম্মিলিতভাবে তার দখলে আছে। তার মতো দশটি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন কার্লোস ভালদেরামাও।
তবে ম্যাচ খেলার রেকর্ড, বা গোল করা, এসব দিয়ে কলম্বিয়া তাদের মনে রাখে না। মনে রাখে দেশটির দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপে খেলার অপেক্ষা শেষ হয়েছিল তাদের হাত ধরেই।
ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদে খুব অল্প সময়ের জন্য খেলেছেন তিনি। ১৯৯৪-৯৫ মৌসুমে তিনি গায়ে সাদা জার্সিটা পরে খেলেছেন সান্তিয়াগো বের্নাবিউতে। এ ছাড়াও নাপোলি, পালমেইরাস, সান্তোসে খেলেছেন তিনি। এরপর ২০০০ সালে করিন্থিয়ান্সের হয়ে প্রথম ফিফা ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ (বর্তমানে ক্লাব বিশ্বকাপ) জিতেছিলেন তিনি। ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ সালের তিনটি বিশ^কাপ খেলেন তিনি।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ