32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

স্বামীকে তালাক দিয়ে দেবরকে বিয়ে, স্ত্রীকে গলাকেটে হত্যা

প্রধান প্রধান খবরস্বামীকে তালাক দিয়ে দেবরকে বিয়ে, স্ত্রীকে গলাকেটে হত্যা
- Advertisement -
- Advertisement -

স্বামীর ছোট ভাই (দেবর) কে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রী শহর বানুকে (৪০) গলাকেটে হত্যা করেছে প্রথম স্বামী খোকন আলী শেখ।

রোববার (১৭ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর ১০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়ামের পূর্ব পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় খোকন আলী শেখকে আটক করেছে পুলিশ।
খোকন শেখের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় চর জলিক এলাকায়। খোকন আলী শেখ এবং ফকির আলী শেখ সম্পর্কে সৎ ভাই। নিহত শহর বানুর বাড়ি পঞ্চগড় জেলাতে।
লক্ষ্মীপুরের স্টেডিয়ামের পাশের সিরাজ মিয়ার বাড়িতে নিহত শহর বানু তার দ্বিতীয় স্বামী ফকির আলী শেখকে নিয়ে ভাড়া থাকতো।
জানা গেছে, শহর বানু প্রায় মাস খানেক আগে তার প্রথম স্বামী খোকন আলী শেখকে তালাক দিয়ে দেবর ফকির আলী শেখকে বিয়ে করে লক্ষ্মীপুরে এসে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। খবর পেয়ে প্রথম স্বামী খোকন রোববার সকালে ওই বাড়িতে এসে ক্ষিপ্ত হয়ে শহর বানুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনার আগেই ফকির আলী শেখ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
বাড়ির পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা জানান, প্রায় ১৫ দিন আগে শহর বানু তার দ্বিতীয় স্বামী (দেবর) ফকির আলী শেখকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। ফকির আলী ওই এলাকায় ভাঙ্গারী মালের ব্যবসা করতো। রোববার সকালে প্রথম স্বামী খোকন আলী শেখ এসে শহর বানুর সঙ্গে ঝগড়া করে। এক পর্যায়ে তারা শহর বানুর চিৎকার শুনে এগিয়ে গেলে দরজা বন্ধ পায়। পরে খোকন শেখ দরজা খুলে পালিয়ে যায়। পরে দেখা যায় শহর বানু রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে। খোকন আলী শেখের সৎ ভাই ফকির আলী শেখ তার স্ত্রীকে ভাগিয়ে এনে বিয়ে করেন। এতে খোকন আলী শেখ ক্ষিপ্ত হয়ে শহর বানুকে গালকেটে হত্যা করে।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ