32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

একটা মাছিও যেন পালাতে না পারে, হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিকএকটা মাছিও যেন পালাতে না পারে, হুঁশিয়ারি পুতিনের
- Advertisement -
- Advertisement -

ইউক্রেনের শহর মারিউপোলকে ‘স্বাধীন’ বলে ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়ে দেন ইউক্রেনের বন্দর শহর এখন মস্কোর দখলে। আর এই তথ্য শোনার পরেই হুঙ্কার দিলেন পুতিন।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য উদ্ধৃত করে লিখেছে, ‘‘মারিউপোলকে ‘সফল ভাবে মুক্ত’ করতে পেরে আমি গর্বিত।’’
ইউক্রেনের এই শহরটিতে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে নেয়। আর মারিউপোল দখল হওয়ার ফলে ২০১৪ সাল থেকে ‘স্বাধীন’ ক্রাইমিয়া যাওয়ার পথ সুগম হল রুশ বাহিনীর। এই বন্দর শহরের দখল পেতে গত দু’মাস মরিয়া চেষ্টা চালিয়েছে পুতিন-বাহিনী।
অন্য দিকে শোইগু জানিয়েছেন, প্রায় ২০০০ ইউক্রেনীয় সেনা ওই প্ল্যান্টের মধ্যে রয়েছেন। এটাই তাদের অন্যতম আশ্রয়স্থল।
পুতিন জানান, মারিউপোলের ‘মুক্তি’ রুশ সেনার জন্য বড় সফলতা। এর পর প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যের রেশ ধরে পুতিন বলেন, ‘‘ওই সমাধিক্ষেত্রে আর হামাগুড়ি দেওয়ার কোনও প্রয়োজন নেই। বরং ওই শিল্পাঞ্চলকে অবরুদ্ধ করে দেওয়া হোক। যাতে একটা মাছিও না পালাতে পারে।’’
অন্য দিকে, রুশ সামরিক হানায় ওই শহরে হাজারের বেশি মানুষ মারা গিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর।
- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ