- Advertisement -
- Advertisement -
শেরপুর জেলার
ঝিনাইগাতী হাসপাতাল ভবনের তয় তলায় আজ বুধবার বেলা ১১টার সময়
সাপেকাটা ও দূর্ঘটনার শিকার রোগীদের করণীয় শীর্ষক
সচেতনতামূলক মেমিনার অনুষ্ঠিত হয়েছে । সাজু আকন্দর সঞ্চালণায়
কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে এ সেমিনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা শুভ উদ্বোধন ঘোষণা করেন ।
সাপেকাটা ও যানবাহন দিয়ে দূর্ঘটনার শিকার রোগীদের ক্ষেত্রে করণীয়
নিয়ে বিস্তারিত আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা:
নজরুল ইসলাম । মেমিনারে সাংবাদিক, ইমাম, গণ্যমান্য ব্যাক্তিবর্গ,
সূশীল সমাজ প্রতিনিধি ও হাসপাতালে কর্মরতরা অংশ গ্রহণ করেন ।
ডা: রাজীব সাহা বলেন সাপেকাটা ও দূর্ঘটনার শিকার রোগীদের দ্রুত
হাসপাতালে আনা সহ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে সচেতনতা
করেন ।
- Advertisement -