শেরপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। রবিবার দুপুরে শেরপুর চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। কাউন্সিল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি। প্রধান বক্তা ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা পরিষদ প্রশাসক হুমায়ুন কবির রুমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এর আগে শেরপুর সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। ৭৩ বছরের ইতিহাস বলে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল এব কোনদিনই নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় আসেনি। জণগণ আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচিত করবে এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।