32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

ঘূর্ণিঝড় ‘অশনি’ আতঙ্কে উপকূলবাসী

সারাদেশঘূর্ণিঝড় ‘অশনি’ আতঙ্কে উপকূলবাসী
- Advertisement -
- Advertisement -

চরফ্যাশন উপজেলা নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সোমবার সকাল থেকে সারাদিন বাতাস ও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এ ঘূর্ণিঝড় ‘অশনি’র সম্ভাব্য আঘাতের খবরে ভোলার চরফ্যাশনের উপকূল ও চরাঞ্চলীয় এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সিডর, আইলা, ফনি, বুলবুল ও আম্ফান, ইয়াসের ভয়াবহ দাপটের কথা ভেবে এ উপজেলার উপকূলীয় এলাকার কৃষক শ্রমিক ও জেলে মাঝিমাল্লাসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতের খবর চারদিকে ছড়িয়ে পড়ছে। ঘূর্ণিঝড় আসলেই উপজেলার সাইক্লোন শেল্টারগুলোকে প্রস্তুত করা হয়। এর আগে তেমন খবর নেয়া হয় না বলে জানান স্থানীয়রা। উপজেলায় ১৫৮টি সাইক্লোন শেল্টার থাকলেও শেল্টারগুলোর সোলার প্যানেলগুলোর নেই কার্যকারিতা। বিভিন্ন সাইক্লোন সেল্টারের একাধিক সোলার দীর্ঘদিন ধরে নষ্ট থাকলেও তা ঠিক করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা মৎস্য অফিস থেকেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড় সতর্কতা বিষয়ক কোনো প্রচারণার খবর পাননি বলে জানান স্থানীয় জেলেরা। কৃষি কর্মকর্তা মো.ওমর ফারুক বলেন, আমরা মাঠ পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছি যে সকল মাঠের ধান, বাদাম ও শেষ পর্যায়ের মুগ ডাল পেকেছে সেই সকল মাঠের ফসল যেন কৃষকরা কর্তন করে ফেলে।

উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, উপজেলায় ১৫৮টি সাইক্লোন শেল্টার রয়েছে। অনেক শেল্টারেই সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ নেই

তবে আমাদের এখানে ঘূর্ণিঝড় না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। উপজেলা সিপিপি কর্মকর্তা মেছবাহ উদ্দিন বলেন, জেলে নৌকা ও নৌ-যানের জন্য ২ নাম্বার দূরবর্তী হুঁশিয়ারি সংকেত চলমান রয়েছে। উপজেলায় ৩৩শ’ ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক রয়েছে। ভলান্টিয়ার ও বিচ্ছিন্ন ইউনিয়নগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক সতর্ক বার্তা এবং আগাম প্রস্তুতি নিয়েও আলোচনা চলছে। ৪ নম্বর সংকেত পেলেই প্রস্তুতি গ্রহণ করা হবে। ইতিমধ্যে অতি ঝুকিপূর্ণ বেড়িবাঁধের সংস্কার কাজ সম্পন্ন করেছে পানি উন্নয়ন বোর্ড ভোলা-২।
উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এই মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ নেই।  বন্যাকালীন সময়ে যদি কোথাও কোনো বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত বা ভাঙরের আশঙ্কা দেখা দেয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি মজুদ আছে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, আলোচনা-সভা ও মাইকিং করে সকলকে সতর্ক করা হবে। ঝূঁকিপূর্ণ অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে আনা হবে।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ