‘আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। পাশাপাশি বলেছেন, আমার কিছু হলে ষড়যন্ত্রের নেপথ্যে যারা তাদের ভিডিও প্রকাশ করে দেয়া হবে। তিনি শনিবার শিয়ালকোটের জলসায় এসব কথা বলেন। এ সময় তিনি আদালতের প্রতি আহ্বান জানান, যেসব কর্মকর্তা সাবেক বিরোধী দল এবং বর্তমান সরকারে থাকা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছেন, তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ওই জলসায় ইমরান আরও বলেন, তার জীবনের প্রতি হুমকি জেনেও তিনি নানা রকম তথ্যপ্রমাণ নিশ্চিত করেছেন। এসব তথ্যপ্রমাণ বলে দেবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তার জীবনের প্রতি হুমকি আছে।
তাকে হত্যা করা হতে পারে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ জন্য তিনি একটি ভিডিও রেকর্ড করেছেন এবং তা একটি নিরাপদ স্থানে জমা রেখেছেন। এই ষড়যন্ত্রে, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে যেসব ব্যক্তি জড়িত তাদের প্রত্যেকের চরিত্র এতে তুলে ধরা হয়েছে।
ইমরান খান আরও বলেন, তার সময়ে দেশের দুর্নীতিবাজ রাজনীতিকদের জবাবদিহিতায় এনেছেন। কিন্তু শক্তিধর ব্যক্তিরা, যারা এটা নিশ্চিত করিয়েছিলেন, তারাই সেই দুর্নীতিবাজদের আদর্শ হিসেবে মেনে নিয়েছেন।
সরকারের বিরুদ্ধে বেরিয়ে আসতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তার দল পিটিআইকে সমর্থন দেয়ার আহ্বান জানান। বলেন, যদি তা না করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যত থাকবে না।