32.1 C
Sherpur
সোমবার, অক্টোবর ২, ২০২৩

রুশ জ্বালানি তেল আমদানি ৩৩ গুণ বাড়িয়েছে ভারত

বিশ্বের তৃতীয় বৃহৎ অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক...

বাড়ছে আবারো গ্যাসের দাম

সাত মাসের মাথায় আবারো গ্যাসের দাম বাড়ানোর...

সংসদ উপনেতা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় মতিয়া চৌধুরী

গত ১২ জানুয়ারি রাতে সংসদ ভবনে আওয়ামী...

ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করছে পাকিস্তান সরকার

আন্তর্জাতিকইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করছে পাকিস্তান সরকার
- Advertisement -
- Advertisement -

প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দিচ্ছে সরকার। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নিরাপত্তা ইস্যুতে হুমকি মূল্যায়ন বিষয়ক দুটি বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সে অনুযায়ী, ইমরান খানের বাসভবন বানি গালায় মোতায়েন করা হবে ৯৪ জন নিরাপত্তা কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, এর মধ্যে ইসলামাবাদ পুলিশের ২২ জন সদস্য এবং ফ্রন্টিয়ার কনস্টেবুলারির ৭২ জন সদস্য থাকবেন। উপরন্তু নিরাপত্তা বিভাগের ২৬ জন কর্মকর্তা এবং ৯ জন সামরিক কর্মকর্তা প্রস্তুত থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

আলাদাভাবে খাইবার পখতুনখাওয়া পুলিশ ২৬ জন সদস্য এবং গিলগিট-বাল্টিস্তান থেকে ৬ জনকে সরবরাহ করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাাত্র আরও বলেছেন, ইমরান খানের নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন প্রধান নিরাপত্তা কর্মকর্তা। এ ছাড়া দেশজুড়ে যখন রাজনৈতিক র‌্যালি করবেন তখন প্রাদেশিক সব সরকারকে ইমরান খানের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের প্রতি নির্দেশনা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, যদি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের নিরাপত্তায় সুনির্দিষ্ট হুমকি দেখা দেয়, তাহলে আরও নিরাপত্তা দেয়া হবে।

- Advertisement -
spot_img

অন্যান্য সংবাদ সমূহ

Check out other tags:

জনপ্রিয় সংবাদ স্মূহঃ